কেন্দ্র সরকারের স্টাফ সিলেকশন কমিশন হল সর্বভারতীয় ক্ষেত্রে কর্মী নিয়োগের অন্যতম প্রধান সংস্থা। সেই সংস্থার দ্বারা আয়োজিত সর্বোচ্চ পরীক্ষা CGL অর্থাৎ কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল। সেই CGL পরীক্ষার টায়ার -১ এর ফলাফল প্রকাশিত হল।
২০২৫ সালের বিজ্ঞপ্তির টায়ার -১ পরীক্ষার ফলাফল প্রকাশিত হল গত ১৮ই ডিসেম্বর। এই পরীক্ষায় যে সমস্ত প্রার্থীরা পরীক্ষা দিয়েছিলেন তারা এবার নিজেদের রেজাল্ট দেখতে পাবেন। নিজেদের
স্কোর দেখার জন্য অ্যাডমিট কার্ডে দেওয়া রোল নম্বর থাকলেই হবে। রোল নং ও রেজিস্ট্রেশন দিয়ে সার্চ করলেই পরবর্তী ধাপে যাওয়ার জন্য উত্তীর্ণ প্রার্থীদের নাম দেখা যাবে। সেই সঙ্গে, ফলাফলের পিডিএফ, ব্যক্তিগত স্কোর ও অফিসিয়াল আনসার কিও দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রকের ১৪৫৮২ টি গ্রুপ বি এবং সি শূন্যপদের কর্মী নিয়োগের জন্য এসএসসি এবার CGL পরীক্ষা আয়োজন করে। এই বিপুল সংখ্যায় শূন্যপদের মধ্যে থাকছে এসিস্ট্যান্ট সেকসান অফিসার, এডিটর, অ্যাকাউন্ট্যান্ট, ইন্সপেক্টর ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ। এই নিয়োগ পদ্ধতি সারা দেশের কয়েক লক্ষ যুবক যুবতী অংশ গ্রহণ করে।
কিভাবে নিজের ফলাফল দেখবেন?
পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখার জন্য SSC এর অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in তে যেতে হবে। ঐ সাইটের “হোমপেজে” গিয়ে উপরের “রেজাল্ট” ট্যাবে ক্লিক করতে হবে। সেখানে SSC CGL অপসেন পাবেন। সেই অপশানে ক্লিক করে SSC CGL Tier 1 Result 2025 লিংক প্রবেশ করতে হবে। সেখানেই নিজের রেজাল্টের পিডিএফ পেয়ে যাবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন। তারপর Ctrl+F টাইপ করে পিডিএফে নিজের রোল নং দিয়ে রেজাল্ট স্টেটাস দেখতে পাবেন।
এরপরের ধাপ কি?
যারা টায়ার -১ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের টায়ার- ২ পরীক্ষায় বসতে। এই পরীক্ষার ডেট খুব তাড়াতাড়ি ঘোষণা করবে SSC. খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা শর্টলিস্টটেড হয়েছেন তাদের হাতে সময় খুব কম। অল্প সময়ে প্রস্তুতি সেরে নিতে হবে এবং টায়ার-২ পরীক্ষায় ভালো ফল করতে হবে। টায়ার-২ পরীক্ষার জন্য নতুন রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।
কিন্তু যারা টায়ার -১ পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারলেন না তাদের মন খারাপ না করে ভালো করে প্রস্তুতি চালিয়ে নিয়ে যেতে হবে কারণ নতুন পরীক্ষার বিজ্ঞপ্তিও পরের বছর প্রকাশিত হবে।
এই টায়ার –২ পরীক্ষার প্যাটার্ন কি?
এই পরীক্ষাও কম্পিউটার বেসড টেস্ট পদ্ধতিই হবে। যেখানে একাধিক প্রশ্নপত্র থাকবে। পেপার -১ সকলের জন্য কম্পালসারি যেখানে ম্যাথ, রেজেনিং, ইংলিশ ও জিকে থাকবে।
পেপার -২ শুধুমাত্র যারা স্ট্যাটিসটিকাল অফিসারের জন্য আবেদন করেছেন। এখানে স্টাটিসটিকের আলাদা বিষয় থাকে। অন্যদিকে পেপার -৩ এসিস্ট্যান্ট অডিট একাউন্টেন্ট পদের জন্য যেখানে ইকোনমিক্স ও ফাইন্যান্সের আলাদা বিষয় থাকে। এই পরীক্ষায় পাশ করতে পারলেই কেন্দ্র সরকারের উচ্চ পদে চাকরি নিশ্চিত। তাই সময় নষ্ট না করে নিজের রেজাল্ট দেখে আদা জল খেয়ে প্রস্তুতিতে নেমে পড়ুন।