প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় আপডেট। এক ঝলকে দেখে নিন।

প্রাথমিক বিদ্যালয় বর্তমান বাংলার শিক্ষা ব্যবস্থার ভিত্তি। সেই বিদ্যালয়ে শিক্ষক হওয়ার স্বপ্নে বাংলার লক্ষ লক্ষ যুবক ও যুবতী। সেই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক- শিক্ষিকা নিয়োগ সম্পর্কিত নতুন বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কিত এই নতুন বিজ্ঞপ্তি খুবই গুরুত্বপুর্ন।

রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে গত ১৩ ডিসেম্বর এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তি পূর্ববর্তী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ধারাবাহিক সংযুক্তি। এই বিজ্ঞপ্তিতে পর্ষদ স্পষ্ট ভাবে জানিয়েছে রাজ্য সরকারের সমস্ত প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য যারা ইতি মধ্যেই আবেদন করেছেন। তারা যদি আবেদন পত্রে কোন ভুল ত্রুটি করে থাকেন, সেগুলির সংশোধনের নতুন সুযোগ মিলবে।

আবেদনকারীদের স্বার্থের কথা মাথায় রেখে এই সংশোধনের জন্য একটি নির্দিষ্ট সময় ধার্য করা হয়েছে। এই সময়ের মধ্যেই সমস্ত সংশোধন সম্পূর্ণ করতে হবে। ১৩ই ডিসেম্বর থেকে এই সংশোধন শুরু হয়েছে। বেশ কিছুদিন এই সংশোধন চলছে। এই অল্প সময়ের মধ্যেই এই সংশোধন করে না নিলে আগামী দিনে আর কোন সুযোগ থাকবে না।

এই আবেদন করার জন্য পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে । সেখানে Application for Assistant Teachers in Primary Schools, 2025’ লিঙ্কে ক্লিক করতে হবে। তার মধ্যেই থাকবে edit অপশন। সেখান থেকেই সহজেই আবেদনের ভুল ত্রুটি সহজেই সংশোধন করা যাবে। এই বিষয়ে আরও তথ্য পেতে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট নজর রাখুন। তাছাড়া, জটিল কোন সমস্যা থাকলে পর্ষদের অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।

Join Group Join Group