পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া, ইতিমধ্যে শেষ হয়েছে। প্রকাশিত হয়ে গিয়েছে খসড়া ভোটার তালিকা। আপনি এই ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কিনা? কিভাবে খুজে বার করবেন? এই প্রতিবেদনের মাধ্যমে সহজ পদ্ধতি জেনে নিন যার ফলে আপনি বাড়িতে বসেই শুধুমাত্র আপনার এন্ড্রয়েড ফোন ব্যবহার করে জেনে নিতে পারবেন।
জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া করা হয়েছিল, যার জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ব্যক্তিকে এনুমারেশন ফর্ম ফিলাপ করে জমা দিতে হয়েছিল। এনুমারেশন ফ্রম জমা দেওয়ার শেষ দিন ছিল ১১ই ডিসেম্বর। ফর্ম জমা দেওয়ার পরে বুথ লেভেল অফিসাররা নির্বাচন কমিশনের পোর্টালে সেই ফর্ম আপলোড করেছে। এরপরেই ১৬ই ডিসেম্বর প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরেই প্রত্যেক ব্যক্তি তাদের নাম সে তালিকায় রয়েছে কিনা দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু কিভাবে এই তালিকা দেখবেন অনেকেই বুঝে উঠতে পারছেন না। আপনি খুব সহজেই এন্ড্রয়েড ফোন ব্যবহার করে এই তালিকা দেখতে পারবেন।
খসড়া তালিকায় নিজের নাম আছে কিনা দেখতে হলে আপনাকে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে।
সেগুলি হল:
১) প্রথমে আপনাকে নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in-এ প্রবেশ করতে হবে।
২) তারপর সেখানে নিজের নাম বা EPIC নম্বর লিখতে হবে। এরপর সার্চ অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর আপনার নাম আছে কি না আপনি দেখতে পারবেন।
অন্যদিকে, আপনি ceowestbengal.wb.gov.in, ইসিআই নেট অ্যাপ বা সংশ্লিষ্ট জেলার ডিইও-র ওয়েবসাইট থেকে আপনার নাম রয়েছে কিনা তালিকায় জানতে পারবেন।
আরোও পড়ুন:- ন্যূনতম মাধ্যমিক পাশে পুলিশ বাহিনীতে ২৫৪৮৭ শূন্যপদে কনস্টেবল এবং রাইফেলম্যান নিয়োগ, শীঘ্রই আবেদন করুন নিম্নলিখিত পদ্ধতিতে।
অফলাইনে নাম যাচাই:- যদি আপনি অনলাইনে নাম দেখতে না পারেন তাহলে অফলাইনের মাধ্যমে ও নাম রয়েছে কিনা জানতে পারবেন। আপনার বুথের বি এলও এর কাছে খসড়া তালিকার হার্ডকপি থাকবে। তাদের কাছে জানতে চাইলেও আপনি জানতে পারবেন আপনার নাম তালিকায় আছে কিনা।
খসড়া তালিকায় নাম না থাকলে কি করবেন:- যদি আপনি দেখেন খসড়া তালিকায় আপনার নাম নেই তাহলে আপনি অভিযোগ জানাতে পারেন। অভিযোগ জানানোর সে সময় রয়েছে ১৫ই জানুয়ারি। নির্দিষ্ট সময়ের মধ্যে বিএলও কাছে গিয়ে অভিযোগ জানাবেন।খসড়া তালিকায় নাম যুক্ত করার জন্য অনলাইনে ফর্ম ৬ এবং অ্যানেক্সার ৪ পূরণ করতে হবে।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ:- খসড়া তালিকার নাম প্রকাশের পর হিয়ারিং শুরু হবে। অর্থাৎ যাদের ২০০২ সালের তালিকার সঙ্গে নিজের বা পরিবারের নাম নেই। বা কমিশনের কাছে যাদের তথ্য নিয়ে কোন সন্দেহ রয়েছে তাদেরকে হিয়ারিং এ ডাকা হবে কমিশনের তরফে। হেয়ারিং প্রক্রিয়া চলবে ১৬ই ডিসেম্বর ২০২৫ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। এই হেয়ারিং এর পরেই ১৪ই ফেব্রুয়ারি ২০২৬-এর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।