অষ্টম বেতন কমিশন কার্যকর করা নিয়ে অনেক দিন ধরেই কানাঘুষে শোনা যাচ্ছিল। তবে এইবার রেলের তরফ থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর করা নেই সুপারিশ এসেছে। ২০২৬ এ চালু হতে পারে অষ্টম বেতন কমিশন। এর জন্যই রেল কর্মীদের পকেটের ভার বাড়তে চলেছে। কত শতাংশ বেতন বাড়বে এবং কবে থেকে কার্যকর হবে এ সমস্ত ব্যাপারে জানতে হলে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
ভারতীয় রেলওয়ে অষ্টম বেতন কমিশন সুপারিশ করার কথা চিন্তাভাবনা করছেন। এরপরে রেলের উপর বেতনের চাপ আগামীতে বৃদ্ধি পেতে চলেছে। এর জন্য এখন থেকেই রক্ষণাবেক্ষণ, শক্তি ও ক্রয়ের ক্ষেত্রে ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে রেলের। অষ্টম বেতন কমিশন কার্যকর করা হলে রেলের কর্মীদের আরো বেশি করে বেতন দিতে হবে আর তার জন্যই বিভিন্ন খাতে দেয় নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।
অষ্টম বেতন কমিশন গঠন এবং কার্যকারিতা:-
অষ্টম বেতন কমিশন ঘটনা ২০২৪ সালের জানুয়ারি মাসে। এই অষ্টম বেতন কমিশন মূল কার্যকরী ভূমিকা হল কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন পেনশন এবং ভাতা ও পেনশন কাঠামো নিয়ে পর্যালোচনা করা। বর্তমানে কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা রয়েছে ২০২৬-এ পহেলা জানুয়ারি।
অষ্টম বেতন কমিশনের আওতায় কতজন রয়েছেন চাকরিজীবী ও পেনশনভোগী:- অষ্টম বেতন কমিশন ঘটানোর পরে এর আওতায় ৫০ লক্ষ কর্মী এবং ৬৯ লক্ষ পেনশনভোগী রয়েছেন।
ভারতীয় রেলের আর্থিক অবস্থা:-
এই মুহূর্তে দেখা যাচ্ছে ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতীয় রেলওয়ের অপারেটিং রেশিও দাঁড়িয়েছে ৯৮.৯০ শতাংশে। নেট রাজস্ব রয়েছে ১,৩৪১,৩১ কোটি টাকা। তবে ভারতীয় রেলওয়েদের ২০২৫-২৬ অর্থবর্ষে অপারেটিং রেশিও নামিয়ে আনার চেষ্টা রয়েছে ৯৮.৪২ শতাংশে।
ভারতীয় রেলওয়ের আগামীতে অপারেটিং রেশিও কিংবা বিভিন্ন খাতে খরচ অনেকটা কমিয়ে আসবে তার একটি পজিটিভ কারণ হলো, ২০২৭-২৮ অর্থবর্ষে ভারতীয় রেলওয়েকে ফাইন্যান্স কর্পোরেশনের কাছে কোন রকম অর্থ পরিশোধ করতে হবে না। এর বড় কারণ হলো রেলের বড় মূলধন যে ব্যয় গুলো রয়েছে সেগুলি গ্রস বাজেটারি সাপোর্ট থেকেই মিটিয়ে নেওয়া হয়েছে। এরপর আগামীতে কোন ফাইন্যান্স কর্পোরেশন থেকে নতুন করে ঋণ নেওয়ার প্রয়োজন পড়বে না ভারতীয় রেলের। ২০২৭-২৮ অর্থবর্ষে যখন বেতনের উপর চাপ পড়বে তখন মালবাহী পরিবহনের দিক থেকে ১৫ হাজার কোটি টাকা বেশি আয় হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে রেলের বিভিন্ন খাতে ব্যয়ের হলেও ওরকম আর্থিক সংকট বা চাপ পড়বে না বা তেমন কোন প্রয়োজন হলেও আর্থিক সংকট সামাল দেওয়ার মতন অবস্থায় থাকবে।
আরোও পড়ুন:- ২ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে রুপার মূল্য! সোনার মূল্য কততে পৌছাবে? জেনে নিন বিস্তারিত।
সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে। সপ্তম বেতন কমিশন কার্যকর করা হয়েছিল ২০১৬ সালে জানুয়ারি মাসে। প্রত্যেকটি বেতন কমিশন কার্যকর করা হয় অন্তত ১০ বছর অন্তর। সেই দিক থেকে দেখলে ২০২৬ সালের জানুয়ারি মাসে কার্যকর হতে চলেছে অষ্টম বেতন কমিশন।
অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার সুবিধা:-
মূলত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রকৃত আয়ের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব সামাল দেওয়ার জন্য DA প্রদান করা হয়। বছরের দুবার অর্থাৎ ৬ মাস অন্তর DA প্রদান করা হয়। এই DA প্রদানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাসিক বেতনের সঠিক হারের মাত্রা ঠিক করা হয়। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবং পেনশন ভোগীদের নির্দিষ্ট আয়ের মাত্রা আরও বাড়বে এর ফলে পকেটের ভার অনেকটাই বৃদ্ধি পাবে।