প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে রোডস স্কলারশিপ নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এডমিশন নেওয়া স্বপ্নের ব্যাপার। তবে এই স্বপ্নকে সত্যি করতে পেরেছে ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় ছাত্র। তার সম্বন্ধে কিছু তথ্য এবং সে কিভাবে নির্বাচিত হলো, সেই সাথে তার অক্সফোর্ডে নির্বাচিত হওয়ার অভিজ্ঞতা জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে। অন্যান্য ছাত্রছাত্রীরাও যদি রোডস স্কলারশিপ নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে ইচ্ছুক থাকেন, তাহলে কিভাবে এই স্কলারশিপে আবেদন করবেন সেই সম্পর্কিত তথ্য থাকবে প্রতিবেদনে।
রোডস স্কলারশিপ:– এই স্কলারশিপ হলো বিশ্বের প্রাচীনতম সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপগুলির মধ্যে অন্যতম একটি স্কলারশিপ।
রোডস স্কলারশিপে নির্বাচিত হয়ে ছয় ভারতীয় ছাত্র ছাত্রীর মধ্যে রয়েছে ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি থেকে বিএ এলএলবি অনার্স এর ছাত্র। পাঞ্জাবের মুক্তসারের মনোহর বনসাল এখন অক্সফোর্ডে পড়াশোনার জন্য তৈরি হচ্ছেন যুক্তরাজ্যে যাওয়ার জন্য।
তার পরবর্তী লক্ষ্য:- দর্শন এবং সাহিত্যের ওপর আন্ত: বিষয়ক মনোযোগ দিয়ে তুলনামূলক সাহিত্য এবং সমালোচনা মূলক অনুবাদ নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে ইচ্ছুক তার।
তার একাডেমিক লেখা বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। NLSIU তে তিনি একটি জার্নালের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তরুণ প্রজন্মের কাছে মানবতাবাদী শিক্ষার প্রসার ঘটানো বর্তমানে তার একমাত্র লক্ষ্য।
আপনিও যদি রোডস স্কলারশিপে নির্বাচিত হয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় চান্স পেতে চান তাহলে জেনে নেওয়া যাক এই কলারশিপ সম্পর্কে বিভিন্ন তথ্য সম্পর্কে:-
রোডস স্কলারশিপের লক্ষ্য:-
১৯০২ সালে প্রতিষ্ঠিত, রোডস স্কলারশিপের লক্ষ্য হল বিশ্বজুড়ে জন-উদ্দীপনাসম্পন্ন নেতাদের অক্সফোর্ডে পড়াশোনার সুযোগ করে দেওয়া।
আরোও পড়ুন:- টাটা স্কলারশিপে আবেদন করুন, পেয়ে যান ১২ হাজার টাকা পর্যন্ত বৃত্তির সুযোগ। জেনে নিন আবেদন পদ্ধতি সহ অন্যান্য তথ্য!
অনুদানের পরিমাণ:- এই স্কলারশিপে নির্বাচিত হয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। এই স্কলারশিপে আপনি পেয়ে যাবেন অক্সফোর্ডে পড়াশোনা করার সম্পূর্ণ কোর্স ফি। এছাড়া বার্ষিক প্রায় ২২.৯৪ লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হয়। এরমধ্যে আবাসন সহ জীবনযাত্রার খরচের ১.৯১ লক্ষ টাকা অন্তর্ভুক্ত রয়েছে।
টিউশন এবং জীবনযাত্রার খরচ ছাড়াও, বৃত্তির মধ্যে রয়েছে:-
১) অক্সফোর্ডের জন্য আবেদন ফি
২) ছাত্র ভিসা এবং আন্তর্জাতিক স্বাস্থ্য সারচার্জ (IHS)
৩) ভারত ও যুক্তরাজ্যের মধ্যে দুটি ইকোনমি-ক্লাস রিটার্ন ফ্লাইট
৪) আগমনের সময় স্থায়ী ভাতা
৫) দ্বিতীয় কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভিসা নবায়নের জন্য সহায়তা
স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:-
যোগ্যতা অর্জনের জন্য, আবেদনকারীদের অবশ্যই:
১) একটি বৈধ ভারতীয় পাসপোর্ট বা নাগরিকত্বের সমতুল্য প্রমাণ সহ ভারতীয় নাগরিক হতে হবে।
২) ভারতের কোনও স্কুল থেকে দশম বা দ্বাদশ শ্রেণি সম্পন্ন করেছেন, অথবা কোনও ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রির শেষ বর্ষে রয়েছেন এমন প্রমাণপত্র থাকতে হবে।
প্রত্যেক বছর এই স্কলারশিপের আবেদনের প্রক্রিয়া শুরু হয় আর তার জন্য রোডস স্কলারশিপের ওয়েবসাইটটি ফলো করে থাকবেন। আগ্রহীরা contactscholarship.queries@rhodeshouse.ox.ac.uk এই ওয়েবসাইটটি থেকে এই স্কলারশিপ সম্পর্কিত বিভিন্ন তথ্য পেয়ে যাবেন।