তাপমাত্রার পারদ পতন! দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় শৈত প্রবাহের সম্ভাবনা জারি করলো আবহাওয়া দপ্তর

ডিসেম্বর মাস পরে যেতেই একদম হাড় কাঁপানো ঠান্ডা জাঁকিয়ে বসেছে দুই বাংলায়। নভেম্বরের শেষের দিকে হালকা ঠান্ডা উত্তরে হাওয়া বইতে থাকলেও ডিসেম্বরে শুরু থেকেই ঠান্ডা একদম কামড় বসিয়েছে দুই বাংলায়। জোরালো ঠান্ডায় জেরবার হতে চলেছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ কলকাতা। যদিও বেশিরভাগ ব্যক্তি শীতকালে ঠান্ডা একটু জাঁকিয়ে পড়লেই বেশি পছন্দ করেন। তবে হঠাৎ করে অনেকটাই পারদ পতন ঘটেছে দুই বঙ্গসহ কলকাতায়।

ইতিমধ্যে গত বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রী সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার দিনটিকে সব থেকে শীতলতম দিন বলে আখ্যায়িত করেছেন। তবে এখানেই শেষ নয়! আরো তাপমাত্রার পারদ হওয়ার সম্ভাবনার রয়েছে বলে সতর্কতা করলো আবহাওয়া দপ্তর। অর্থাৎ আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদের নিম্নগতির লক্ষ্য করা যাবে। সেই সাথে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় রীতিমতো শৈত প্রবাহ হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদের নিম্নগতির রেকর্ড মাত্রা ছুতে চলেছে বলে সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের। অন্যদিকে ইতিমধ্যে বীরভূমের তাপমাত্রা ১০° ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে।

দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রা পারদ কত ডিগ্রিতে ঘোরাফেরা করতে পারে:-

দক্ষিণবঙ্গের আবহাওয়া:- প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে। দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও নদীয়া জেলায় তাপমাত্রার পারদ অনেকটাই নেমে যাবে। এই পাঁচ জেলাতে আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ চলবে। হার কাঁপানো ঠান্ডায় কাবু হতে হবে এই পাঁচ জেলার বাসিন্দাদের। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী জানা যাচ্ছে এই পাঁচটি জেলায় আগামী কয়েক দিনে তাপমাত্রা ৫ ডিগ্রি থেকে ৮ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। অর্থাৎ ডিসেম্বরের শুরুতেই একদম উত্তরে হাওয়া দুর্দান্ত ইনিং স খেলতে শুরু করবে।

উত্তরবঙ্গের আবহাওয়া:- উত্তরবঙ্গে বরাবরই দক্ষিণবঙ্গের তুলনায় একটু শীতের আধিক্য বেশি থাকে। ডিসেম্বর পড়তেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার মাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। দার্জিলিং এর তাপমাত্রা আগামী কয়েক দিনে আরো নামতে থাকবে। আগামী কয়েকদিনের দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ৬.২° সেলসিয়াসের মধ্যে থাকবে। অন্যদিকে কালিংপং এর তাপমাত্রায় ১০.৫ ডিগ্রির মধ্যে থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি দার্জিলিং এ সমস্ত জেলায় তাপমাত্রার পারদ আরো নামবে।
দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ভারী কুয়াশা দেখা যাবে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ১ কিমি থেকে ২০০ মিটারের কম থাকবে।

অর্থাৎ বোঝা যাচ্ছে আগামী কয়েক দিনের সর্বনিম্ন তাপমাত্রার পারদ অনেকটাই নামতে চলেছে। আরো জাকিয়ে শীত পড়তে চলেছে দুই বঙ্গে। উত্তরে হাওয়া দুর্দান্ত ইনিংস শুরু করে দিয়েছে, এর ফলে শীতপ্রেমী মানুষরা যেমন শীতের আমেজ নিতে পারবে, তবে অন্যদিকে বয়স্ক ব্যক্তি ও শিশুদের তাপমাত্রার পারদ পতনের জন্য অনেকটাই কষ্ট হবে।

Join Group Join Group