বর্তমান সময়ে যদি আপনি একটি ভাল চাকরির খোঁজ করে থাকেন তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে, OICL প্রশাসনিক বিভাগের কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে।ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (OICL) গ্রেড ১ পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। এইরকম কাজে যদি আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে দ্রুত আবেদন করুন। আবেদন সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জানতে হলে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে ফেলুন।
OICL নিয়োগ সংস্থা:- ওরিয়েন্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড OICI নিয়োগ করতে চলেছেন বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী।
শূন্য পদের সংখ্যা:- মোট শূন্য পদ রয়েছে ৩০০ টি। ক্যাটেকরি ভিত্তিক শূন্য পদের ভাগ করা রয়েছে।
OICL পদের শ্রেণীবিন্যাস:- মোট শূন্য পদকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। কিছু পদ রাখা রয়েছে জেনারেলিস্ট অফিসারদের জন্য। এবং কিছু পদ রাখা রয়েছে হিন্দি অফিসারদের জন্য। ৩০০ টি শূন্য পদের মধ্যে ২৮৫ টি শূন্যপদ রয়েছে জেনারেলিস্ট অফিসারদের জন্য। এগুলি আবার বিভিন্ন বিভাগের জন্য সংরক্ষিত করা হয়েছ। যার মধ্যে ১২৩টি অসংরক্ষিত শ্রেণীর (ইউআর), ৬৮টি অন্যান্য অনগ্রসর শ্রেণীর (ওবিসি), ৪২টি তফসিলি জাতি (এসসি), ২৪টি তফসিলি উপজাতি (এসটি) এবং ২৮টি অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের (ইডব্লিউএস) জন্য।
অন্যদিকে বাকি ১৫ টি শূন্য পদ রাখা রয়েছে হিন্দি অফিসারদের জন্য। প্রত্যেকে বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিয়ে ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদের জায়গায় আবেদন করবেন।
OICL পদের শিক্ষাগত যোগ্যতা:- জেনারেলিস্ট অফিসার পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং ডিগ্রি পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। তবে এসসি/এসটি প্রার্থীদের জন্য কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে।
অন্যদিকে হিন্দি অফিসার পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
আরোও পড়ুন:- যোগ্যশ্রী প্রকল্পে আবেদন করলে পেয়ে যান WBJEE, NEET প্রশিক্ষণের সুযোগ, মাসে ৩০০ টাকা স্টাইপেন্ড।
বয়স সীমা:- উক্ত দুটি পদে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী তপশিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে ৫ বছর এবং ওবিসিদের জন্য ৩ বছর এবং প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে।
OICL পদের আবেদন প্রক্রিয়া:- সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীরা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট – orientalinsurance.org.in এই ওয়েবসাইট পোর্টালে প্রবেশ করে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর ইউজার আইডি ব্যবহার করে আবেদনপত্র সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করে উল্লেখিত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে সমস্ত কিছু একবার যাচাই করে নিয়ে সাবমিট করলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
নিয়োগ প্রক্রিয়া:- জেনারেলিস্ট এবং হিন্দি উভয় পদের অফিসারদের জন্য মোট দুটি পরীক্ষা নেওয়া হবে। প্রথমে প্রাথমিক পরীক্ষা নেওয়া হবে, এরপর মেইন পরীক্ষা নেওয়া হবে। প্রথম স্তর ১ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত ১০ জানুয়ারী ২০২৬ তারিখে। মেইন (স্তর ২) পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ তারিখে।
OICL পদের আবেদনের শেষ তারিখ:- আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৩ ডিসেম্বর সন্ধ্যা ৬:৩০ টা থেকে, চলবে ১২ ডিসেম্বর, ২০২৫ তারিখ দুপুর ১২ টা পর্যন্ত।
যে সমস্ত আগ্রহী প্রার্থীরা রয়েছেন, যারা এই দুটি পদের জন্য আবেদন করতে ইচ্ছুক, তারা অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।