রিলায়েন্স ফাউন্ডেশন ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে 2 লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপের জন্য অনুমোদিত করা হলো, ৫১০০ জনকে। অনুমোদিত ফলাফল তালিকা কীভাবে দেখবেন?

কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য স্কলারশিপের সূচনা করেন যেমন, ঠিক তেমন বিভিন্ন বেসরকারি সংগঠন স্কলারশিপ দিয়ে থাকে, তার মধ্যে অন্যতম হলো রিলায়েন্স ফাউন্ডেশন। রিলায়েন্স ফাউন্ডেশন প্রত্যেক বছর স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়াদের পড়াশোনার জন্য স্কলারশিপ দিয়ে থাকে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এই বছর ৫১০০ জনকে নির্বাচিত করা হয়েছে, প্রত্যেকই তাদের শিক্ষার স্তর অনুযায়ী 2 লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ পাবেন। এই স্কলারশিপের জন্য যদি আপনিও আবেদন করতে ইচ্ছুক হন, কীভাবে আবেদন করবেন এবং কোন সময় আবেদন করা যায়, আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা কি রয়েছে এই সমস্ত তথ্য একসঙ্গে পেতে হলে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।

রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের লক্ষ্য এবং প্রতিষ্ঠা : –

ভারতের মধ্যে যত বেসরকারি সংগঠন রয়েছে যারা স্কলারশিপ সূচনা করেছে, তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বেসরকারি সংগঠন স্কলারশিপ এর মধ্যে রয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ। প্রত্যেক বছরই স্কলারশিপ-এর জন্য আবেদনপত্র জমা পড়ে প্রচুর। সেখান থেকেই বেছে নেওয়া হয় প্রত্যেকটি রাজ্য থেকে কিছু জন ছাত্রছাত্রীকে।

কীভাবে ফলাফল দেখবেন : –

প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির ৯৩তম জন্মবার্ষিকীর প্রাক মুহূর্তে শনিবার রিলায়েন্স ফাউন্ডেশন বার্ষিক বৃত্তি কর্মসূচির ফলাফল প্রকাশ করেছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করেছিলেন, তারা রিলায়েন্স ফাউন্ডেশন পোর্টালের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্কলারশিপ তালিকায় নিজের আবেদন পত্রের নাম্বার এবং ই-মেইল আইডি ইনপুট করে ফলাফল দেখতে পারবেন।

কতজন নির্বাচিত হয়েছে : –

এইবছর অর্থাৎ ২০২৪-২০২৬ শিক্ষাবর্ষে রিলায়েন্সফাউন্ডেশন ৫,০০০ স্নাতক এবং ১০০ জন স্নাতকোত্তর শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য আর্থিক অনুদান বা বৃত্তি দেওয়ার জন্য নির্বাচিত করেছে।

অনুদানের পরিমাণ : –

এই স্কলারশিপে স্নাতক শিক্ষার্থীরা ২ লক্ষ টাকা পর্যন্ত এবং স্নাতকোত্তর শিক্ষার্থীরা ৬ লক্ষ টাকা পর্যন্ত পেয়ে থাকে।

স্কলারশিপের লক্ষ্য : –

এই স্কলারশিপ-এর সূচনা হয় রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির 19 তম জন্মবার্ষিকীর সময়। সেই সময় থেকেই শিক্ষার মাধ্যমে যাতে ছাত্র-ছাত্রীরা অনেকদূর এগিয়ে যেতে পারে, শিক্ষার আলো প্রসারিত করার জন্য এবং ভবিষ্যতের লক্ষ্যকে স্থির রাখার জন্যই এই স্কলারশিপ চালু করা হয়।

আরোও পড়ুন : নতুন বছরে পরিবর্তন হতে যাচ্ছে একাধিক নিয়ম। এক নজরে দেখে নিন নিয়মাবলি।

জানা যাচ্ছে, ২০২৫ থেকে ২০২৬ শিক্ষাবর্ষে রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপে এই বছর নির্বাচিত শিক্ষার্থীরা মোট ২৮ টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে উঠে এসেছে। মোট নির্বাচিত স্কলারশিপ প্রার্থীর সংখ্যা ৫১০০ জন। এই ৫১০০ জন বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 15 হাজার 544 টি প্রতিষ্ঠান থেকে এসেছে। যদিও রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপে আবেদনপত্র জমা পড়েছিল ১.২৫ লক্ষেরও বেশি। সেখান থেকে নির্বাচিত করা হয়েছে ৫১০০ জনকে। এই ৫১০০ জনের মধ্যে পাঁচ হাজার জন হলো স্নাতক এবং ১০০ জন হলো স্নাতকোত্তর কোর্সের।

রিলায়েন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে জানা যাচ্ছে, এক দশকেরও বেশি সময় ধরে এভাবেই ৫০ হাজার শিক্ষার্থীকে ভবিষ্যতের জন্য শিক্ষার লক্ষ্যকে এগিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে পড়ুয়াদের। এখনো পর্যন্ত ৩৩ হাজার ৪৭১ জন বৃত্তি পেয়েছেন এই ফাউন্ডেশনের পক্ষ থেকে। এদের মধ্যে স্নাতক স্তর থেকে পুরষ্কারপ্রাপ্তদের মধ্যে ৪৮% নারী রয়েছে এবং ১৪৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীও রয়েছে।

রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপে আবেদনের জন্য যোগ্যতা : –

১) এই স্কলারশিপে আবেদনের জন্য শিক্ষার্থীর পারিবারিক আয় ১৫ লক্ষ টাকার কম হতে হবে। তবে পারিবারিক আয় ২.৫ লক্ষ টাকার কম হলে অগ্রাধিকার দেওয়া হয়।
২) উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
৩) পড়ুয়াকে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে অধ্যায়নরত হতে হবে।
৪) বিশেষত এই স্কলারশিপে মহিলা এবং প্রতিবন্ধী পড়ুয়াদের বেশি সুযোগ দেওয়া হয়।
৫)পড়ুয়াদের একটি বৃত্তির পরীক্ষায় অর্থাৎ যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবেই এই স্কলারশিপ-এ আবেদন করা যাবে।

রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ-এর মূল লক্ষ্য হলো যারা ছাত্রছাত্রীদের মধ্যে গবেষণামূলক ভবিষ্যৎ পরিকল্পনা লক্ষ্য থাকে। যার ফলে প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক পরিসরে শিক্ষার্থীরা চান্স পেতে পারে। এইজন্য শিক্ষার্থীদের স্কলারশিপ-এর মাধ্যমে অনুপ্রেরণা দেওয়া হয়। শুধুমাত্র আর্থিক সাহায্য নয়, যে সমস্ত শিক্ষার্থীরা স্কলারশিপ পেয়ে থাকে তারা এই ফাউন্ডেশন এর পরামর্শদাতা নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে যোগদান দিতে পারে এবং প্রাক্তন ছাত্র হিসেবে সারা বিশ্বব্যাপী নেটওয়ার্কিং এর সুযোগ পায়। রিলায়েন্স ফাউন্ডেশনের স্কলারশিপ পেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যায়ন করে অনেক ছাত্র-ছাত্রী গবেষণার কাজে নিযুক্ত হয়েছেন, আর এটাই হলো রিলায়েন্স ফাউন্ডেশন এর বড়োসড়ো ভূমিকা শিক্ষার্থীদের ভবিষ্যতের পথকে এগিয়ে নিয়ে যাওয়া জন্য।

আপনিও যদি রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক হন, তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পড়ে রিলায়েন্স ফাউন্ডেশন যোগ্যতা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং অন্যান্য যে শর্তগুলো রয়েছে, সেগুলো উপরে বর্ণিত করা হয়েছে। রিলায়েন্স ফাউন্ডেশন অফিসার ওয়েবসাইট থেকে আরো যাবতীয় তথ্য পেয়ে যাবেন, যেখান থেকে কোন সময় এই যোগ্যতা পরীক্ষা হবে সেটি ফলো করে সেখানে আবেদন করতে পারবেন।

Join Group Join Group