পোস্ট অফিসে ২৮,৭৪০ শূন্য পদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ, আবেদনের শেষ তারিখ ও আবেদন সংক্রান্ত তথ্য জানুন!

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। অনেকদিন পরে পোস্ট অফিসে গ্রামীণ ডাক বিভাগে বিপুল শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এরকম একটা চাকরির জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের এতদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। আবেদন সংক্রান্ত তথ্য যেমন আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়স সীমা, বেতন স্কেল, আবেদন প্রক্রিয়া ও নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত তথ্য বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। 

গত ৮ ডিসেম্বর ২০২৫ এ গ্রামীণ ডাক বিভাগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং ৩১শে ডিসেম্বর ২০২৫ তারিখে জিডিএস নিয়োগের সময়সূচী ঘোষণা করা হয়েছে। এই নিয়োগ পরীক্ষা কোনরকম লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র মাধ্যমিকের রেজাল্ট এর ভিত্তিতে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের। 

শূন্য পদের সংখ্যা : ভারত জুড়ে প্রত্যেক রাজ্যে বিশেষে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ২৮,৭৪০ টি। শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য শূন্য পদের সংখ্যা রয়েছে ২,৯৮২ টি। জেলাভিত্তিক এবং কাস্ট অনুযায়ী শূন্য পদের সংখ্যা কত রয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আসতে চলেছে ২০ জানুয়ারি। 

আরোও পড়ুন : জেলার স্বাস্থ্য দপ্তরে ৪৬ নার্স, নিয়োগ সংক্রান্ত তথ্য ও আবেদনের তারিখ জানুন বিস্তারিত।

শিক্ষাগত যোগ্যতা : স্থানীয় ভাষায় মাধ্যমিক পাস করলে আবেদন করা যাবে এই নিয়োগ প্রক্রিয়ায়। তবে আবেদনকারী প্রার্থীকে সাইকেল বা মোটরসাইকেল চালানো জানতে হবে।

বয়স সীমা : ১৮ বছরের বেশি হলেই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যাবে।

আবেদন প্রক্রিয়া : আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। আবেদন করার জন্য প্রার্থীকে indiapostgdsonline.gov.in এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজিস্ট্রেশন করে নিয়ে আবেদনপত্র সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করতে লাগবে। উল্লেখিত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে এবং তারপরে আবেদন মূল্য জমা দিয়ে তার একটি কপি প্রিন্ট করে সাবমিট করতে হবে। 

নিয়োগ প্রক্রিয়া : যেহেতু লিখিত কোনো পরীক্ষা হবে না শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে সর্বোচ্চ নম্বর প্রাপকদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে এবং তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। ইন্টারভিউতে উত্তীর্ণ হলে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের। 

আবেদনের সময়সীমা : ২০ জানুয়ারি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে ২রা ফেব্রুয়ারি। আফগানপত্র সাবমিট এবং ফি পেমেন্ট করার সময় হচ্ছে ২৫শে জানুয়ারি থেকে ৫ই ফেব্রুয়ারি রাত ১১টা পর্যন্ত।

আবেদনপত্র সংশোধনের সময় হচ্ছে ৮ই ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি রাত ১১টা পর্যন্ত। 

মেরিট লিস্ট প্রথম তালিকা বা ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ হচ্ছে ২০ ফেব্রুয়ারি। 

যে সমস্ত প্রার্থীরা গ্রামীণ ডাক বিভাগে এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক রয়েছেন, তারা অবশ্যই উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে নির্দিষ্ট দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। আরো কিছু তথ্য জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।

Join Group Join Group