16 লাখ গ্রুপ ডি ও ক্লার্ক পরীক্ষা হতে চলেছে ফেব্রুয়ারি-মার্চে, আরো অন্যান্য তথ্য জেনে নিন বিস্তারিত।

পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের অধীনে, রাজ্যের সরকার ও সরকার অধিকৃত স্কুলগুলোতে ৮৪৭৭ টি শূন্য পদ পূরণের জন্য মোট আবেদন করেছেন 16 লাখ চাকরি প্রার্থী। এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা যদিও জানুয়ারি মাসে ছিল, তবে বিশেষ কিছু কারণের জন্য জানুয়ারি মাসে পরীক্ষার স্থগিত করা হয়েছিল। ক্লার্ক পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২২শে ফেব্রুয়ারি এবং গ্রুপ ডি পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১লা মার্চ।

যে সমস্ত চাকরির প্রার্থীরা গ্রুপ ডি ও ক্লার্ক পদে আবেদন করেছিলেন, তারা জেনে নিন আরেকবার পরীক্ষার ধরন ও সিলেবাস কি রকমের আসবে?

ক্লার্ক পদের বেলায় ৬০ নম্বরে লিখিত পরীক্ষা হবে। যে সমস্ত বিষয়ে প্রশ্ন আসবে সেগুলি হলো জেনারেল এওয়ারনেস (২০), এরিথমেটিক(২০), জেনারেল ইংলিশ (১০) এবং রিজনিং (১০)। প্রতিটি প্রশ্নের মান থাকবে এক নম্বর করে।

গ্রুপ ডি পদের বেলায় মোট ৪০ নম্বরে লিখিত পরীক্ষা হবে। যে সমস্ত বিষয়ে প্রশ্ন আসবে সেগুলি হল জেনারেল এওয়ারনেস (২০), এরিথমেটিক (১০) এবং রিজনিং (১০)। প্রতিটি প্রশ্নের মান থাকবে এক নম্বর করে।

গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদের বেলায় প্রশ্ন আসবে মাধ্যমিক মানের এবং গ্রুপ ডি পদের বেলায় প্রশ্ন আসবে এইট ক্লাসের মানের।

আরোও পড়ুন : অস্ত্র তৈরীর কারখানায় ৩৯৭৭ আপ্রেন্টিস নিয়োগ, আবেদনের তারিখ জেনে নিয়ে দ্রুত আবেদন করুন।

গ্রুপ সি পদের জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন আসবে মাধ্যমিক লেভেলের ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান, খেলাধুলা, সাহিত্য, ভারতের ও পশ্চিমবঙ্গের সাধারণ বিষয় গুলো নিয়ে।
রিজনিং দেওয়া হবে সাধারণ যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতার উপর ভিত্তি করে।
এরিথমেটিক বিষয়ে প্রশ্ন আসবে সরলীকরণ, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু, গড়, অনুপাত, শতকরা, লাভ ক্ষতি, সুদ, সময় ও কাজ, সময় ও দূরত্বের উপর।
জেনারেল ইংলিশ আসবে শব্দভাণ্ডার, ব্যাকরণ, বাক্য গঠন, সমর্থক ও বিপরীত শব্দের উপর।

গ্রুপ ডি পদে সিলেবাস :
জেনারেল নলেজ আসবে ইতিহাস, ভূগোল, সংবিধান, পশ্চিমবঙ্গ ও ভারতের সংস্কৃতি, খেলাধুলা, বিজ্ঞান এই ব্যাপার গুলোর মধ্য দিয়ে।
রিজনিং দেওয়া হবে সাধারণ যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতার উপর ভিত্তি করে।
অ্যারেথমেটিক সংখ্যা পদ্ধতি, সরলীকরণ, ভগ্নাংশ, ল.সা.গু, গ.সা.গু, গড়, অনুপাত, শতকরা ইত্যাদি।

যে সমস্ত চাকরিপ্রার্থীরা, ওপরের দুটি পরীক্ষায় আবেদন করেছিলেন, তাদের জন্য হাতে আর বিশেষ সময় নেই। উপরের সিলেবাস গুলো সম্পর্কে ভালো করে খুঁটিয়ে প্রিপারেশন নিয়ে নিন কারণ ফেব্রুয়ারি মাসেই রয়েছে পরীক্ষা। এই পরীক্ষাসংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।

Join Group Join Group